টেমসসুরমানিউজডেক্স: ব্যাটিংটা যুতসই করতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান তুলতে সমর্থ্য হয় টাইগাররা। স্বল্প সংগ্রহের পর তাণ্ডব চালিয়েছেন বোলাররা। তাসকিন-হাসানদের তোপে ১০১ রানেই ৯ উইকেট হারায় নেদারল্যান্ডস। শেষে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও টাইগারদের জয়বঞ্চিত করতে পারেনি ডাচরা। ৯ রানের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দীর্ঘ ১৫ বছর পর জয়ের দেখা পেলো টাইগাররা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল বাংলাদেশ। এরপর লম্বা সময় মূল পর্বে জয় পায়নি টাইগাররা।
আজ নেদারল্যান্ডসের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৬২ রান করেন কলিন অ্যাকারম্যান। ১৬ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, ২৪ রান করেন লোয়ার অর্ডার ব্যাটার মেইকেরেন।
বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি।
৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ১৫ রানের খরচায় ২ উইকেট পান হাসান মাহমুদ। তার মধ্যে একটি মেডিন ওভারও করেন তরুণ এই পেসার। একটি করে উইকেট সাকিব আল হাসান ও সৌম্য সরকারের।
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
দলীয় ৮১ রানে ৭ম উইকেট হারায় নেদারল্যান্ডস। লোগান ফন বেইককে ২ রানে ফেরান হাসান মাহমুদ। ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ডাচদের সংগ্রহ ৮৬ রান। ৩১ বলে ৫৯ রান প্রয়োজন নেদারল্যান্ডসের। বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।
সাকিবের পর হাসান মাহমুদের আঘাত
নিজের তৃতীয় ওভার করতে এসে টিম প্রিঙ্গলকে বোল্ড করলেন হাসান মাহমুদ। ৬ বল খেলে মাত্র ১ রান করতে পেরেছেন এই ডাচ ক্রিকেটার। ১৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৬৬ রান নেদারল্যান্ডসের।
ডাচ অধিনায়ককে ফেরালেন টাইগার অধিনায়ক
টাইগার বোলারদের তোপে মাত্র ১৫ রানে ৪ উইকেট হারায় নেদারল্যান্ডস। চাপ সামলে দলকে পথ দেখাচ্ছিলেন টম কুপার ও স্কট এডওয়ার্ডস। দুই ব্যাটার মিলে ৪৪ রানের জুটি গড়েন। এই জুটি ভেঙে স্বস্তি ফেরালেন সাকিব। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ১৬ রানে ফেরালেন টাইগার অধিনায়ক।
১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ৬৬ রান।
১৫ রানে ৪ উইকেট নেই, ডাচদের টুটি চেপে ধরেছে বাংলাদেশ
স্বল্প টার্গেট দিয়ে দুর্দান্ত বোলিং করছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের দলীয় ১৫ রানে ৪ উইকেট শিকার করেছে টাইগাররা। প্রথম ওভারে তাসকিনের জোড়া আঘাতের পর ডাচদের তৃতীয় ও চতুর্থ ব্যাটার রানআউটের শিকার হন। ৩.২ ওভারে সাকিবের বলে ডাবল নিতে গিয়ে সাজঘরে ফেরেন ওপেনার ম্যাক্স ও’দাউদ (৮)। দুই বল বাদে একই ভাগ্য বরণ করেন টম কুপার (০)।
শুরুতেই তাসকিনের জোড়া আঘাত
ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার জোড়া আঘাতে বোলিং শুরু করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের প্রথম দুই বলেই নেদারল্যান্ডসের দুই ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। বিক্রমজিৎ সিং ও বাস ডি লেইডাকে রানের খাতা খুলতে দেননি তাসকিন।