আলোচনায় রাজি রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছেন, বেলারুশের রাজধানী মিনস্কে ইউক্রেনের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে ওই মুখপাত্র বলেছেন, এই আলোচনা হতে হবে ইউক্রেনকে একটি ‘নিরপেক্ষ রাষ্ট্রের মর্যাদা’ নিয়ে। এরমধ্যে দেশটিকে নিরস্ত্রীকরণের বিষয় থাকতে হবে। এখানে উল্লেখ্য, ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাইছে। কিন্তু তাতেই রাশিয়ার বাধা। দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সংলাপ আহ্বান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

তবে কিসের ভিত্তিতে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।এর আগে ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে যখন ক্রাইমিয়াকে কেড়ে নেয় রাশিয়া তখনও ওই মিনস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তখনকার সংঘাত বন্ধে একটি চুক্তি স্বাক্ষর করায়। কিন্তু ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেই চুক্তি লঙ্ঘন করেছেন রাশিয়ার নেতারা। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনের সব সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। বলেন, তারা অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না।

error: