হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র ফুটবলার। যাকে ঘিরে ফুটবলে সুদিন ফেরার স্বপ্ন দেখছে এখন গোটা জাতি। ফিফার কাছ থেকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পাওয়ার পর থেকেই হামজার অপেক্ষায় বাংলাদেশি ফুটবলপ্রেমীরা। কবে বাংলাদেশে পা রাখছেন হামজা? কবে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে হামজাকে?
হামজাকে নিয়ে এমন প্রশ্ন যখন ভক্তদের মনে; তখন জানা গেছে কবে বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এই তারকা ফুটবলার। জানা গেছে, আগামী ১৯ মার্চ ঢাকায় পা রাখতে যাচ্ছেন হামজা। এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। বিষয়টি জানিয়েছে, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু।
২০২৭ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। দুটি পর্বে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। প্রথম পর্ব ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় পর্ব ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
এরপর ২০ মার্চ ঢাকা ফিরে আসবে দল। পরদিন ২১ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে জাতীয় দল। আর সেই দলের অংশ হবেন হামজা। তার আগে ১৯ মার্চ ঢাকা আসবেন তিনি। এরপর জাতীয় দলের সাথে যোগ দেবেন তিনি।
আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।’
জাতীয় দলের সঙ্গে স্বল্প সময়ের ক্যাম্প শেষে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অভিষেক হওয়ার কথা রয়েছে হামজার।