কালাম সলিসিটার্সের নতুন শাখার উদ্বোধন

পূর্ব লন্ডনের প্রখ্যাত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালামের নেতৃত্বে কালাম সলিসিটার্সের নতুন শাখার উদ্বোধন হয় গত সোমবার।

পূর্ব লন্ডনের ৬১৭ ক্র্যানব্রুক রোড, গ্যান্টস হিল-এ প্রতিষ্ঠিত এই নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির শীর্ষস্থানীয় আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার কালাম জানান, এই নতুন শাখাটি তরুণ এবং উদ্যমী আইনজীবীরা পরিচালনা করবেন। এখানে ইমিগ্রেশন সংক্রান্ত মামলা ছাড়াও, নারী-শিশু আইন, পারিবারিক কলহ, এবং সম্পত্তি সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানের সূচনা হয় ইঞ্জিনিয়ার কামরুল ইসলামের কুরআন তিলাওয়াতের মাধ্যমে। দোয়া পরিচালনা করেন ইমাম মোবারক উল্লাহ । এ সময় ব্যারিস্টার কালামের মেয়ে সলিসিটার সাবিহা তাহসিন কালাম এবং পুত্র ট্রেইনি সলিসিটার ইয়াসিন হাসনাথ কালাম-ও উপস্থিত ছিলেন।

এছাডাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যারিস্টার আনোয়ার হোসেন, ব্যারিস্টার শফিকুর রহমান, সলিসিটার আব্দুল আজিজ, সলিসিটার আবু বকর সিদ্দিক হাসনাথ, সলিসিটার মামুন আল কাদেরী,সলিসিটার নুরুল গফফার, ব্যারিস্টার এহসানুল হক সুমন,সলিসিটার আবুবকর আহমেদ ইকবাল, ব্যারিস্টার মোহাম্মদ কামরুল হাসান, ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী,ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার কামরুল হাসান, ব্যারিস্টার মনিরুল ইসলাম মনজু, সলিসিটার বদরুল আলম চৌধুরী, সলিসিটার মোহাম্মদ ইমরান হোসেন, ইমিগ্রেশন অ্যাডভাইজার মোহাম্মদ আব্দুল মতিন, মুহাম্মদ আবুল ফজল, কাউন্সিলর জামাল আহমেদ, একাউন্ট্যান্ট আব্দুল মুহিত, একাউন্ট্যান্ট একে এম শেলিম, ইমতিয়াজ আহমেদ,আফজাল হোসেন।

বক্তারা ব্যারিস্টার আবুল কালামের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই নতুন শাখার জন্য শুভকামনা জানান। পাশাপাশি কমিউনিটিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

error: