লন্ডনে ‘কেয়ার ফর সেন্ট অ্যান’ চ্যারিটির উদ্যোগে লাইম হাউজের সেন্ট অ্যান চার্চে ক্যানভাসে আঁকা ঐতিহাসিক একটি বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল)থেকে এই চিত্র প্রদর্শনী শুরু হবে। তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।পাঁচমাস ব্যাপী চলা এই প্রদর্শনীতে রোমান যুগ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস বারার অবস্থান, বৈচিত্র্যময় সাংস্কৃতিক ও ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরা হবে।
১৮ এপ্রিল শুক্রবার কেয়ার ফর সেন্ট অ্যান চ্যারিটির উদ্যোগে লন্ডন-বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। এতে সার্বিকভাবে সহযোগিতা করছে ‘স্টিটেচ ইন টাইম’ নামক চ্যারিটি সংস্থা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেয়ার ফর সেন্ট অ্যানের চেয়ারম্যান ফিলিপ রেডডাওয়ে, স্টিটেস অন টাইমসের ডাইরেক্ট ক্রিস্টিন সিবলবী ও কেয়ার অব সেন্ট অ্যানের ফ্রেন্ডস আনসার আহমদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ২৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ মাসব্যাপী একটি বিশেষ চিত্র প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছি। লাইম হাউজের সেন্ট অ্যান চার্চে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে আমরা ৮টি টাপেস্ট্রি (বৃহৎ ক্যানভাসে আঁকা ঐতিহাসিক চিত্রকর্ম) প্রদর্শন করবো। যে চিত্রকর্মগুলোতে রোমান যুগ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস বারার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য অংকিত হয়েছে। এই দুর্লভ টাপেস্ট্রি লাইম হাউস টাউন হলে সংরক্ষিত থাকে। এগুলো খুব কমই জন সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। রোমান আমল থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে টাওয়ার হ্যামলেটসের অবস্থান ও এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিলো-তা চিত্রকর্মে সুন্দরভাবে চিত্রায়িত হয়েছে। মিলিনিয়াম উদযাপন উপলক্ষে ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত দুই বছর সময়ে মোট ৫০টি চিত্রকর্ম তৈরি করা হয়। এই ৫০টির মধ্যে আমরা ৮টির প্রদর্শন আয়োজন করতে যাচ্ছি। এগুলো তৈরীতে ইস্ট এন্ডের হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় স্কুল, কমিউনিটি গ্রুপ এবং কর্পোরেট প্রতিষ্ঠান যেমন মর্গান স্টেনলীর মতো মত সংস্থাও ছিল।