ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

টেমসসুরমাডেক্স: পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ লেখা সংবলিত গ্রাফিতি বদলে দেয়ার প্রতিবাদে রাজধানীর এনসিটিবি কার্যালয়ের সামনে ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতা’ ব্যানারে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে এ ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে শিক্ষাভবনের সামনে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ এসময় জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে এবং লাঠিপেটা করে। গতকালের হামলার ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনের মুখে পাঠ্য বই থেকে ‘আদিবাসী’ লেখা সংবলিত গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্তের প্রেক্ষাপটে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে এদিন এনসিটিবি ভবন ঘেরাও করে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’-নামের একটি সংগঠন। অন্যদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর একদল মানুষ পাঠ্য বইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবি’র সামনে কর্মসূচি পালন করতে যায়।

error: