বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের রচডেল শাখার ঈদ পুনর্মিলনী ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও মজলুম গাজার মুসলমানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল স্থানীয় একটি মিলনায়তনে পুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় রচডেল শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও শাখার সহ সভাপতি মাওলানা সাইফ আহমদ সেবুল ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম শাখার সভাপতি ও রচডেল শাখার প্রধান উপদেষ্টা মুহাদ্দীস মাওলানা শায়খ কমর উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রচডেল শাখার উপদেষ্টা মাওলানা আবদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ শাহ নজির আহমদ, রচডেল শাখার সহ সভাপতি মাওলানা রুহুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন হাফিজ মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ,মাওলানা আব্দুল কাইয়ূম কামালী,হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠনের রচডেল শাখার সহ সভাপতি রুহুল ইসলাম, সাংগঠনিক সম্পদক বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুতিউর রহমান,বায়তুলমাল সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ বদরুল আলম,প্রচার সম্পাদক মোহাম্মদ মনসুর আহমদ, মোহাম্মদ আজাদ মিয়া,মোহাম্মদ কাউছার আহমদ,এখলাছুর রহমান, প্রমুখ।
সভায় নেতৃবৃন্দর ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে বর্বরোচিত হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি