নিখোঁজের হওয়ার ৩ দিন পর খালের পাশ থেকে উদ্ধার সাংবাদিক গোলাম সরোয়ার

নিখোঁজের চারদিন পর সাংবাদিক গোলাম সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার রাতে কুমিরা বাজারের পাশের খালপাড়ে তাকে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তাকে নিখোঁজ সাংবাদিক সরোয়ার বলে চিহ্নিত করেছে। রাত সাড়ে ৮টার দিকে সরোয়ারের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, কীভাবে সরোয়ার সেখানে গেলেন, এতদিন কোথায় ছিলেন, তাকে অপহরণ করা হয়েছিল কি না- এসব জানা জানা যায়নি। তার সঙ্গে কথা বলে সব জানা যাবে।

২৯ অক্টোবর নগরীর কোতোয়ালি থানার ব্যাটারি গলির বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার সরোয়ার। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অনলাইন সংবাদমাধ্যমে প্রভাবশালী মহলের বিরুদ্ধে খবর প্রকাশ করায় কেউ ক্ষুব্ধ হয়ে তাকে অপহরণ করতে পারেন- এমন সন্দেহ প্রকাশ করে তাকে উদ্ধারের দাবিতে আন্দোলনে নামে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এরই অংশ হিসেবে রোববার দুপুরে নগরীর দামপাড়াস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর নিখোঁজ সাংবাদিককে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান

error: