পেহেলগাম হামলার জবাবে সেনাবাহিনীকে টার্গেট ও সময় নির্ধারণের স্বাধীনতা দিয়েছেন মোদি

পেহেলগাম হামলায় ভারতের সামরিক জবাব কি হবে সে বিষয়ে পদ্ধতি, টার্গেট এবং সময় নির্বাচনের পুরোপুরি স্বাধীনতা সেনাবাহিনীকে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা বিষয়ক প্রধান জেনারেল অনিল চৌহানের সঙ্গে বুধবার এক বৈঠকে এমন সিদ্ধান্ত দিয়েছেন তিনি। ওই বৈঠকের সূত্র উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ওই সূত্র আরো বলেছেন, সন্ত্রাসীদের আঘাত চূর্ণবিচূর্ণ করে দেয়া আমাদের জাতীয় সংকল্প। এ সময় তিনি বলেন, ভারতের সেনাবাহিনীর ওপর তার পুরো বিশ্বাস ও আস্থা আছে। সন্ধ্যায় এই বৈঠক শেষ হওয়ার পর পরই প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রগুলো বলছেন, প্রধানমন্ত্রী মোদির এই বার্তা সেনাবাহিনীর জন্য সবুজ সংকেত। পেহেলগামে যে ২৬ জনকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা সেনাবাহিনীর জন্য সবুজ সংকেত। ওদিকে বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রীপরিষদ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। তার একদিন আগেই এ বৈঠক করলেন মোদি। উল্লেখ্য, নিরাপত্তা বিষয়ক কেবিনেট কমিটি দেশের জাতীয় নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সবোচ্চ পরিষদ। এবার পেহেলগাম হামলার পর ভারতের নিরাপত্তা এজেন্সিগুলো এ হামলার জন্য ভারতের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ আছে বলে জানাচ্ছে। এ বিষয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং ইউরোপিয়ান দেশগুলোর কিছু কূটনীতিককে জানানো হয়েছে।  

error: