প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব নাসির আহমেদ স্মরণে লন্ডনে শোক সভা

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর ট্রাষ্টি,বার্মিংহামে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারীদের অন্যতম, যুক্তরাজ্যের প্রবীন কমিউনিটি সংগঠক আলহাজ্ব নাসির আহমেদ স্মরণে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

 গত সোমবার( ২০ মে) পুর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে অনুষ্টিত এ স্মরণ সভা, ট্রাষ্টের সভাপতি বদরুল হোসেন জুনা চৌধরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ও নির্বাহী সদস্য মুহিবুর রহমান লাভলু’র যৌথ পরিচালনায় শোক অনুষ্টান শুরু হয় মাওলানা আ ফ ম শুয়াইব এর পবিত্র কোরআন তেলেওয়াতের মাধ্যমে।অনুষ্ঠানে বক্তারা আলহাজ্ব নাসির আহমেদ এর বনাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন,নাসির আহমেদ ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির ভিত্তি স্থাপনের সাথে জড়িত হাতে গোনা কয়েকজনের মধ্যে অন্যতম ছিলেন।বৃটেনে আসার পর প্রায় ছয় দশক তিনি সামাজিক নানা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কমিউনিটির জন্য আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন ঠিক তেমনিভাবে যুক্ত ছিলেন দেশেও নানা প্রতিষ্টানের সাথে।তিনি অসংখ্য সামাজিক,ধর্মীয় প্রতিষ্টান প্রতিষ্টা করেছেন, সাথে রক্ষণাবেক্ষনও করেছেন যত্নসহকারে।তার এ কর্মময় জীবন নতুন প্রজন্মের কাছেও অনুকরণীয় উদহারণ হয়ে থাকবে।

ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের ট্রাষ্টি, অথিতিদের উপস্হিতিতে শোক সভায় আলহ্বাজ নাসির আহমেদের উপর প্রবন্ধ উপস্হাপন করেন ট্রাষ্টের সাবেক সভাপতি মুফিদুল গনি মাহতাব। 

এ সময় তার বিদেহী আত্তার শান্তি কামনায় দোয়া করা হয়।

এছাড়া, দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর পক্ষ থেকে তিনজন ব্যক্তিকে সাহায্যের তিন লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় নিজ নিজ প্রতিনিধির কাছে। 

 স্মরণ সভার প্রধান অথিতি ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস এর নবনির্বাচিত স্পিকার কাউন্সিলর ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও চ্যানেল এস টিভির চেয়ারম্যান আহমেদ-উস-সামাদ জেপি, জিএসসির চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাব এর প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, বিসিএ এর সভাপতি ওলি খান এমবিই, প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিন,আব্দুল আজিজ,টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এর সাবেক স্পিকার আহবাব হোসেন, ব্রিকলেন মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, বার্মিংহাম মাল্টিপারপার্স সেন্টার এর চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, কাউন্সিলর সদরুজ্জামান খান, কাউন্সিলর দেলওয়ার খান, জিএসসির সেক্রেটারি আলহাজ্ব খসরু খাঁন, প্রবাসী বালাগন্জ আদর্শ উপজেলা সমিতির সভাপতি রশিদ আহমেদ,ফুলতলি কমপ্লেক্স ও ইসলামী সেন্টার এর প্রিন্সিপাল আল্লামা কাদের আল হাসান,উইল স্ট্রিট মসজিদ ও ইসলামী সেন্টার এর সভাপতি আজির উদ্দিন আবদাল,বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্ট এর সভাপতি আলহ্বাজ আব্দুল ওয়াদুদ, প্রতিষ্ঠাতা সভাপতি আনহার আলী, ট্রাষ্টের সাবেক সভাপতি আবুল কালাম,তহুর আলী,সাবেক উপদেষ্টা আব্দুর রবসহ প্রমুখ।

error: