সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটূক্তি করার অভিযোগে শরীয়তপুরে মুস্তাকিম বিল্লাহ নামের একজনকে গ্রেফতার করেছে পালং মডেল থানা পুলিশ। গ্রেফতার মুস্তাকিম শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মাস্টার ট্রেইনার পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে ইফা কর্তৃপক্ষ। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন জানান, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডিতে পোস্ট করা হয়। তা এডিট করে লাইক-শেয়ার দেখিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মুস্তাকিমের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। পালং মডেল থানার উপ-পরিদর্শক রাজিব শিকদার ২৮ মার্চ মামলাটি করেন। পরে তাকে এনএসআইর প্রতিবেদনের ভিত্তিতে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের সামনে থেকে গ্রেফতার করে ২৯ মার্চ দুপুরে জেলহাজতে পাঠানো হয়। তিনি মাদারীপুর পৌরসভার ২নং নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে।