ফের অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়লেন নেইমার

দীর্ঘদিন পর শুরুর একাদশে নামেন নেইমার জুনিয়র। ‘১০০’ নাম্বার জার্সি পরে নামার কারণটি ছিল বিশেষ। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে বুধবার নিজের শততম ম্যাচ ছিল ব্রাজিলিয়ান মহাতারকার। তবে সেই স্বপ্নময় আবহ পরিণত হয় দুঃস্বপ্নে। বিরতির বাঁশি বাজার আগেই অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলের রাজপুত্রকে।

নেইমারের ক্যারিয়ার আর চোট যেন একইসূত্রে গাঁথা। চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরে আবারও চোটে পড়ার গল্পটা নতুন নয় তার জন্য। ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে যখন কার্টে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। বাঁ হাত দিয়ে চোখমুখ চেপে ধরে হয়তো কান্না আটকাতে চাচ্ছিলেন। পারেননি। বাঁ পায়ের সেই পুরনো চোটটা ফিরে এসেছে আবার। বারবার মাঠের বাইরে চলে যাওয়ার যন্ত্রণাটা তার থেকে বেশি আর কে-ই বা জানেন। এই চোটের কারণেই ছাড়তে হয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদি প্রো লিগের এ ক্লাবে চোটের কারণে তিনি ১৮ মাসে খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। সান্তোসে এসেও চলতি মৌসুমে চোট পিছু ছাড়ছে না তাকে। ক্যাম্পেওনাতো পলিস্তায় গত মাসের শুরুতে ব্রাগান্তিনোর বিপক্ষে বাঁ পায়ের চোটে পড়েন নেইমার। সেবার প্রায় ছয় সপ্তাহের জন্য ছিলেন মাঠের বাইরে। এই সময়ের মধ্যে ব্রাজিল জাতীয় দলে ফিরলেও শেষ পর্যন্ত ওই চোটের কারণে মার্চের বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচে তিনি খেলতে পারেননি। পরে গত রোববার ব্রাজিলের শীর্ষ লীগ সিরি আতে ফ্লুমিনেন্সের বিপক্ষে মাঠে ফেরেন বদলি হিসেবে। এরপর এই লীগেই অ্যাথলেটিক মিনেইরার বিপক্ষে ফের ছিটকে গেলেন তিনি। 

error: