টেমসসুরমা ডেক্স: বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য উইকেট ও অবকাঠামোতে পরবর্তন আনা প্রয়োজন বলে মত দিয়েছেন করেন পাকিস্তানের সাবেক পেস বোলার শোয়েব আখতার। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে প্রয়োজন বলেও মনে করছেন এই রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
টুইটার পোস্ট করা এক ভিডিওতে শোয়েব বলেছেন, বাংলাদেশের খেলার উন্নতি করতে হলে পেস ও বাউন্সি উইকেটে খেলার অভ্যাস করা প্রয়োজন,স্পিন দিয়ে আর কতদিন ম্যাচ জিতবে তারা?
সাবেক এই গতিতারকা আরও যোগ করেন, বাংলাদেশের মানুষ দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে ভালবাসেন। সে দেশে গিয়ে আমি দারুণ সমাদর পেয়েছি। তাদের ক্রিকেটের এমন করুন অবস্হা দেখে সত্যি কষ্ট পেয়েছি।
বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে শোয়েব বলেন, বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সে আমি হতাশ হয়েছি। বিশ্বকাপের মূলপর্বে টানা পাঁচ ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আমি দেশটিকে আসরের ট্রফির দাবিদার হিসেবে দেখেছিলাম। বিশ্বকাপের পরপরই দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যা মোটেও ভাল লক্ষণ নয় বলে মানছেন শোয়েব।