বাংলা খাবারে মুগ্ধ ঢাকার কূটনীতিকরা

বাংলাদেশের মজাদার সব খাবারে স্বাদ নিচ্ছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। সম্প্রতি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনি বাকরখানি খাওয়ার ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

ওদিকে, বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। রাষ্ট্রদূত নিজেই হাড়িভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে জানান, মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই সাবাড় করেছেন তিনি! মানবজমিনে উক্ত দুটি খবর প্রকাশিত হওয়ার পর এ নিয়ে বাংলাদেশের নেটিজেনদের অনেককেই নিজ দেশের খাবার নিয়ে গর্ব করতে দেখা যায়। 

যাই হোক। নরওয়ের রাষ্ট্রদূত এবং জার্মান রাষ্ট্রদূতের সাথেই যেনো এবার পাল্লা দিলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল। তিনি নিজেই টুইটারে ফুচকা খাওয়ার দুটি ছবি পোস্ট করে লিখেছেনঃ 

“অবশেষে সুস্বাদু বাংলাদেশি ফুচকা খেয়ে খুব ভালো লাগছে।হ্যাঁ, আমি গুগলে (ফুচকা) বানানটা দেখে নিয়েছি।” 

এছাড়া, ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও তাদের ডেপুটি হাইকমিশনারের দুটি ছবি পোস্ট করে লেখা হয়েছেঃ 

“ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেলের প্রথম ফুচকা খাওয়া। তিনি খুব মজা পেয়েছেন।”

error: