টেমসসুরমানিউজ: ব্যাপক আনন্দ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ব্রিটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ সম্পন্ন হয়েছে ।গত ১৩ অক্টোবর রোববার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন ফুটবল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় । মিডিয়া কাপ টুর্নামেন্টে অংশ গ্রহন করতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন প্রেস ক্লাবের সদস্যরা । সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয় ফুটবল টুর্নামেন্ট।
বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরনী আনুষ্ঠান সঞ্চালনা করেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ । এতে বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, প্রধান স্পনসর ওয়ার্ক পারমিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান, পাঁচ ভাই রেস্টুরেন্টের স্বত্তাধিকারী তোফাজ্জুল আলম, টুর্নামেন্ট ব্যবস্থাপনা টিমের লীডার লন্ডন স্পোর্টিফ-এর ট্রেজারার আতিকুর রহমান, চ্যাম্পিয়ন টিম ওয়ানবাংলা ফ্রেণ্ডস ইউনাইটেড এর লীডার আহাদ চৌধুরী বাবু ও রানার্স আপ চ্যানেল এস টিমের লীডার কামরুল হাসান। প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলো লন্ডন স্পোর্টিফ ।
সকালে প্রেস ক্লাবের ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে খেলার নিয়ম-নীতি জানিয়ে দেয় টুর্নামেন্টের ব্যবস্থাপনা টিম লন্ডন স্পোটিফ।
এবারের টুর্নামেন্টে যুক্তরাজ্যে বিভিন্ন মিডিয়া হাউস থেকে মোট ৮টি টিম অংশ গ্রহণ করে। টিম গুলো হলো : বিঅনটিভি ইউকে, বাংলা পোস্ট, চ্যানেল এস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড, এসপি ইউনাইটেড, ইউকে বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড ও সাপ্তাহিক দেশ । খেলায় ২-০ গোলে বিজয়ী হয় ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এবং রানার্স আপ হয় চ্যানেল এস।
বিচারকমন্ডলীর নির্বাচনে টুর্নামেন্টে চুড়ান্ত পর্বের খেলায় সেরা খেলোয়াড়ে ভুষিত হয়েছেন এনটিভি ইউরোপের সিনিয়র রিপোর্টার কয়েস আহমদ রুহেল, পুরো খেলায় সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন টিভিওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসাইন কয়েস, সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন এনটিভির সিনিয়র রিপোর্টার কয়েস আহমদ রুহেল এবং সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর ভিডিও এডিটর ওয়ালিদ বিন খালিদ সাগর।
এবারের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে উপকমিটিতে ছিলেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, ট্রেনিং সেক্রেটারি আকরামুল হোসাইন, আইটি সেক্রেটারি মোঃ আব্দুল হান্নান, নির্বাহী সদস্য শাহিদুর রহমান সুহেল, জাকির হোসেন কয়েস ও ফয়সল মাহমুদ।
টুর্ণামেন্টের মূল স্পন্সর ছিলো ওয়ার্ক পারমিট ক্লাউড (ডাব্লিউপিসি), শেফ অনলাইন ও পাঁচ ভাই রেস্টুরেন্ট । এছাড়া টিমগুলোর স্পন্সর ছিলো- ইউকেবাংলা মার্কেট প্লেস, রুপালি এক্সপ্রেস, এক্সেল টিউটর্স, কিংডম সলিসিটর্স, রিয়া মানি ট্রান্সফার, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি, ফিস্ট এন্ড মিস্টি রেস্টুরেন্টে, বাংলা কাগজ, ফিস্ট এক্সপ্রেস রেস্টুরেন্ট ও ভিনটেইজ এক্সিডেন্ট ম্যানেজমেন্ট ।
প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ তাঁদের বক্তব্যে বিজয়ী ও রানার্স আপ টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, ৮টি টিমের প্রতিটি সদস্যের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। সকলের অংশগ্রহণে আমরা একটি আনন্দঘন টুর্নামেন্ট উপহার দিতে পেরেছি। বিশেষ করে টুর্নামেন্টের স্পনসরদের প্রতি গভীর কৃতজ্ঞতা । তাঁরা বলেন, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আমাদের ক্লাবের বছরের একটি সেরা আয়োজন । এই আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত আমাদের সদস্যরা একটি দিনের জন্য একই স্থানে একীভূত হয়ে আনন্দে মেতে ওঠেন । এটি আমাদের সদস্যদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে বলে মনে করি ।