ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে জয়ভিন্ন অন্য কোন উপায় ছিল না বাংলাদেশের হাতে। তবে সেই জয় আবার আনতে হবে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দেওয়া ২২১ রান টপকিয়ে, শুরুতেই কঠিন মনে হওয়া এই টার্গেটের ধারে কাছেও যেতে পারলো না বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল আরও একবার অসহায় ভাবে আআত্মসমর্পণ করলো ভারতের কাছে ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হলো সিরিজ হার। 

বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে ৮৬ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারতের করা ২২১ রানের টার্গেটে বাংলাদেশ ১৩৫ রান পর্যন্ত যেতে পারে। দলের পক্ষে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ করেন সর্বোচ্চ ৪১ রান।

error: