যুক্তরাজ্যে কুখ্যাত মানবপাচারকারী দলের অন্যতম সদস্য গ্রেফতার

মানব পাচার নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপ নির্ঘুম রাত কাটাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক তদন্ত প্রতিবেদনের পরে ইউরোপের অন্যতম কুখ্যাত মানব পাচারকারীকে ইরাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সকালে ইরাকের কুর্দিস্তানে বারজান মাজিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইরাকের এক প্রবীণ সরকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন।

বেশ কয়েক বছর ধরে৷ বারজান মাজিদ ও তার গ্যাং ইংলিশ চ্যানেল দিয়ে মানবপাচার করে আসছিলো। ইংলিশ চ্যানেল জুড়ে মানবপাচারে তার গ্যাংই সবচেয়ে সক্রিয়।

বিবিসি ইরাকের সুলায়মানিয়া শহরে মাজিদকে ট্র্যাক করে -যেখানে সে বিচ্ছু নামেও পরিচিত। সুলায়মানিয়া শহরে গিয়ে বিবিসি জানতে পারে ইংলিশ চ্যানেল দিয়ে হাজার হাজার অভিবাসীদের পার করানোই বিচ্ছুর মূল কাজ।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের একজন প্রবীণ সদস্য জানান, কর্মকর্তারা মাজিদকে সনাক্ত করতে বিবিসির অনুসন্ধানগুলি ব্যবহার করেছে।

খবরে জানা যায়, বারজান মাজিদকে তার বাড়ি হতে গ্রেপ্তার করা হয়। সে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মুহুর্তে তাকে গ্রেপ্তার করে স্থানীয় প্রশাসন। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেছে।

সূত্রঃ বিবিসি

error: