টেমসসুরমানিউজডেক্স: রাশিয়ার বিরুদ্ধে নতুন সম্প্রসারিত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ঘোষণা দিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে আর্থিক সেক্টর, জ্বালানি, পরিবহন ও রাশিয়ার অভিজাত শ্রেণির ভিসা। ব্রাসেলসে শুক্রবার সকালের দিকে মিটিং করেন তিনি। পরে এই ঘোষণা দেয়া হয়। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, ভন ডার লিয়েন বলেছেন- এই নিষেধাজ্ঞার ফলে তেল শোধনাগার আধুনিকায়ন করার এবং বিমানের খুচরা যন্ত্রাংশ আধুনিকায়ন করার প্রযুক্তি কেনা রাশিয়ার জন্য অসম্ভব হয়ে পড়বে। তিনি টুইটে বলেছেন, শুক্রবার রাতে এই ব্যাপক ও টার্গেটেড নিষেধাজ্ঞার বিষয়ে অনুমোদন এটাই ফুটিয়ে তোলে যে ইউরোপিয়ান ইউনিয়ন একীভূত। ইউক্রেনকে সামরিক সরঞ্জামসহ ৩০ কোটি ইউরো সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তবে রাশিয়া থেকে ইউরোপিয়ান ইউনিয়নে গ্যাস আমদানির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।।
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ইইউয়ের
Facebook Comments