লন্ডনে বসবাসরত শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল ও কলেজ মীরাবাজার, সিলেট এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে লন্ডন সফররত প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নান এর সাথে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।গত ২৪শে সেপ্টেম্বর ইস্ট লন্ডনের স্হানীয় এক রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমির খসরুর পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইমাম মকসুদ এলাহী সাবের।
এ সময় স্মৃতিচারণ ও বক্তব্য রাখেন করেন ইমাম ও ব্রডকাস্টার আজমল মাসরুর, সারওয়ার আলম, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহিবুস সামাদ সবু, মইনুল হোসেন। অনুষ্ঠান আয়োজনে বিশেষ সহযোগিতা করেন গোলাম জিলানি ও ফয়জুল রহমান রাজ্জাক ।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রেজা বদরুল ইসলাম করিম চৌধুরী, মনজুর হক, খসরু, সায়েম, ইফতেখার, জুনেদ, জাকারিয়া, মিসবাহ, সালাউদ্দিন, সাইমন, জুনেদ, ইশতিয়াকুর রহমান, জনি, জাফর ওয়াহিদ, আমিনুল ইসলাম মাহমুদ, হাবিবুর রহমান সানি, রাব্বি হাসান, মুহি মিকদাদ, রুহেল, মুজাক্কির আহমদ, রায়হান আহমেদ সহ অনেক শুভাকাঙ্ক্ষী।
দীর্ঘ ১৭ বছর প্রিন্সিপালের দ্বায়ীত্ব পালন করা আব্দুল হান্নান এখনও নিজেকে জামেয়ার অভিভাবক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন।অল্প সময়ের মধ্যে লন্ডনে সাবেক ছাত্রদের দেখা পেয়ে তিনি খুশি।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক আব্দুল হান্নান সিলেট-২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।