শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকের ঈদ পুনর্মিলনী ও ৯ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামসী গ্রামের তরুণ প্রজন্মের প্রতিষ্ঠিত অরাজনৈতিক সংগঠন, শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকের ঈদ পুনর্মিলনী ও ৯ম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল সোমবার হোয়াইটচ্যাপলে একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোহেল মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকবিহীন ব্যতিক্রমধর্মী এই সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের শুরুতে নতুন সকল সদস্যদের সাথে পরিচয় করে দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জয়নাল মিয়া, গোলাম কিবরিয়া বিলাল, আনোয়ার মিয়া, আব্দুর রব, বেলাল মিয়া, কুতুব উদ্দিন, মুহিব মিয়া, শিবুল মিয়া, আছকর উদ্দিন( দুলু) বাবরু মিয়া, এম এ এমলাক হক, জাহেদ আহমেদ, মইনুল ইসলাম, আলী আসকরসহ সংগঠনের সদস্যবৃন্দ। সভায় সংগঠনের সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী বোর্ড গঠন করা হয়।

নতুন বোর্ডের মনোনীত সদস্য হলেন-এম এ এমলাক হক, আছকর উদ্দিন (দুলু), বেলাল মিয়া, সোহেল মিয়া, বেলাল উদ্দিন (মিঠু), মাহবুব হোসেন, পাবেল রব্বানী (ইমরান) , মতিউর রহমান (মিজান), সুহেবুর রহমান, রুবেল হোসেন, গফুর মিয়া। প্রাক্তন কোষাধ্যক্ষ বেলাল মিয়া গত দুই বছরে অর্থিক রির্পোট পেশ করেন। নতুন বোর্ড মেম্বাররা আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা। অনুষ্ঠান শেষে ৯ম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কেক কাটেন সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি

error: