সাংবাদিক কামরুল ইসলামের পিতা হাজী মুজেফর আলী’র মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক প্রকাশ

টেমসসুরমানিউজডেক্স : চ্যানেল এস-এর প্রতিনিধি, বৃস্টল বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলামের পিতা হাজী মুজেফর আলী’র মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি নেতৃবৃন্দ তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, হাজী মুজেফর আলী ১০ই জুন, শুক্রবার বাংলাদেশ সময় ভোর রাত ১টা ৪২ মিনিটে সিলেটের ওসমানী নগর উপজেলার মীরপুর গ্রামের নিজ বাড়ীতে (আলী ভিলা) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম হাজী মুজেফর আলী’র ছোট দুই ভাই জায়ফর আলী ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মহরম আলী যুক্তরাজ্যের বৃষ্টলে বসবাস করেন।

১০ জুন শুক্রবার বাদ জুম্মা ওসমানীনগর উপজেলার মীরপুর গ্রামে তাঁর নিজ বাড়ীতেই মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

error: