সুনামগঞ্জে নবনির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে ও দ্রুত সময়ে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন করে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেনাবাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেয় সেনাবাহিনী। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে।
এর আগে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দু’পাশে বেরিক্যাড দিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সকাল ১১টায় সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এদিকে বিকাল ৪টায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানিয়ে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক।