আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা সার্বভৌমত্বে আঘাত: জাতীয় নাগরিক কমিটি

টেমসসুরমাডেক্স: ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলেছে, এ ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই হামলার শক্ত প্রতিবাদের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়সহ জাতিসংঘে বিষয়টি উত্থাপনের আহ্বান জানিয়েছে তারা।

আজ সোমবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর বাংলামোটরে কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আগে সাধারণ সভা হয়। পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাইকমিশন রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ। সেখানে হামলা-নিপীড়ন চালানো সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা করবেন না।

বাংলাদেশের মানুষকে অনধিকার চর্চায় ঠেলে দিলে দক্ষিণ এশিয়ার বর্তমান শান্তিপূর্ণ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘যারা বিভিন্ন জায়গায় উসকানিমূলক আচরণ করছে, বাংলাদেশের অস্তিত্বের ওপর হুমকি দিচ্ছে, আমরা অতিসত্বর সব পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা সবাইকে বলব, শান্তি বজায় রাখুন। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থানে আসি।’

এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ড হলে বাংলাদেশের জনগণ কড়া জবাব দিতে বাধ্য হবে।
বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র) নিয়ে দেশে উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। কারও পাতানো ফাঁদে পা না দিয়ে সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি বলেন, ভারত থেকে যদি উসকানিমূলক কথা আসে বা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশকে যেকোনো মূল্যে রক্ষার জন্য ধৈর্য ও সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে।

error: