আগামীকাল যুক্তরাজ্য,ইউরোপ ও মধ্যপ্রাচ্যে ঈদ

সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এর সাথে সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন‍্যায় এবারও যুক্তরাজ্য,ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ-উল ফিতর উদযাপিত হবে।

খালিজ টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার দেশটিতে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। 

এদিকে ইন্দোনেশিয়ায় আজ ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী সোমবার ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে। 

error: