আল-আকসা মসজিদ এলাকায় আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবারের নামাজের আগে সেখানে ইসরাইলি বাহিনী অভিযান চালালে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৪২ ফিলিস্তিনি আহত হয়েছে খবর দিয়েছে আল-জাজিরা। এরমধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের প্রায় সবাই শরীরের উপরের অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ইসরাইলের তরফ থেকে বলা হয়, দাঙ্গা করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে পাথর ও আতসবাজি জমা করলে তারা অভিযান চালাতে বাধ্য হয়। এসব নিয়ে তারা ইহুদিদের পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়ালে হামলার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ ফিলিস্তিনিদের টার্গেট করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে। এছাড়া কমপক্ষে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও নামাজের সময় পরিস্থিতি শান্ত ছিল।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। আর ইহুদিদের কাছে এটি পরিচিত টেম্পল মাউন্ট নামে।
এটি তাদের কাছেও সবথেকে পবিত্র স্থান। এ বছর রমজান শুরুর পর এ এলাকায় উত্তেজনা লেগেই রয়েছে। রমজান মাসের শেষ শুক্রবারের আগের দিনও আল–আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষ হয়। গত দুই সপ্তাহে পবিত্র আল–আকসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।