টেমসসুরমাডেক্স: হ্যাট্রিক পূরণ করে তিন আঙুল দেখাতে দেখাতে ছুটলেন এমবাপ্পে। ফরাসি এই স্টারের একার কাছেই বিধ্বস্ত হয় ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদের ৩ গোলের সবটিই আসে তার পা থেকে। প্রতিটি গোলে আলাদা করে তার উদযাপন-উচ্ছ্বাস তো দেখার মতো ছিলই। পরে ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ইতিহাস গড়তে এসেছি রিয়াল মাদ্রিদে।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লীগের প্লে-অফের দ্বিতীয় লেগে সিটির বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলোত্তির দল। ম্যাচের অন্তিম সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে ব্যবধান কমানো একটি গোল করেন নিকো গনসালেস। চ্যাম্পিয়ন্স লীগের প্লে-অফের দ্বিতীয় লেগে অসাধারণ এক হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করে দেন এমবাপ্পে। দ্বিতীয় লেগে ৩-১ আর দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলের জয়ে রিয়াল মাদ্রিদ পা রাখল শেষ ষোলোয়।
রিয়ালের জার্সিতে এখন প্রায় সব প্রতিযোগিতাতে এমবাপ্পে এখন গোল পাচ্ছেন নিয়মিত। এবার ইউরোপ সেরার মঞ্চে দেখালেন নিজের বিধ্বংসী রুপ। চ্যাম্পিয়ন্স লীগের চলতি আসরে এমবাপ্পের গোল হয়ে গেল এখন সাতটি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করে ফেললেন মোট ২৮টি।
অথচ শুরুর কিছুদিনে মানিয়ে নিতে দেরী হওয়ায় বেশ সমালোচনার শিকার হতে হয়েছিল এমবাপ্পেকে। এখনকার এই সুসময়ে উঠে এলো শুরুর সেই দুঃসময়ের কথা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘খারাপ খেলার জন্য তো এখানে আসিনি! এই ক্লাবে আসার স্বপ্ন পূরণ করতে পারা ছিল একটি ব্যাপার। তবে ভালো খেলার তাড়নাও ছিল। আমি একটি যুগ গড়ে দিতে চেয়েছি এখানে, রেয়াল মাদ্রিদে ইতিহাস গড়তেই এসেছি। সেই মানসিকতা নিয়ে খেলতে হতো আমাকে।’