ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে বাংলা ও ইংলিশ হজ্ব তা’লিম ৩ ও ৪ মে

ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে বাংলা ও ইংলিশ ভাষায় হজ্ব তা’লিম আয়োজন করা হয়েছে । আগামী ৩ মে শনিবার বাদ আসর (জামাত ৬.৩০ মিনিট) বাংলা তা’লিম অনুষ্ঠিত হবে।

এছাড়া পরদিন ৪ মে রোববার একই সময়ে হজ্ব তালিম অনুষ্ঠিত হবে ইংরেজি ভাষায়। তা’লিম পেশ করবেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম।

এতে অংশগ্রহণের মাধ্যমে হজের হুকুম-আহকাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে নিজেকে হজপালনের জন্য ভালোভাবে প্রস্তুত করা যাবে। যাঁরা ইতিপুর্বে হজ পালন করেছেন তাঁরাও অংশগ্রহণ করে হজের মাসআলা-মাসায়েল সম্পর্কে অর্জিত জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবেন । পুরুষের জন্য ইস্ট লন্ডন মসজিদের মুল প্রেয়ার হল ও মহিলাদের জন্য মারিয়াম সেন্টারের সেকেণ্ড ফ্লোরে বসার সুব্যবস্থা থাকবে।

এতে আগ্রহীদেরকে অংশগ্রহণ করতে মসজিদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তি

error: