করোনার ভারতীয় ধরণ শনাক্ত:আইইডিসিআর

করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে প্রায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে ভারতে। গেল ২ সপ্তাহ ধরে দেশটিতে প্রতিদিন আক্রান্ত হিসাবে সনাক্ত হয়েছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ। আর এ পর্যন্ত মৃত্যু ২ লাখ ছাড়িয়ে গেছে। একদিনে এত সংখ্যক করোনা রোগী বিশ্বের আর কোনও দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে এদের মধ্যে রয়েছে বাংলাদেশও। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে বলে শনিবার (৮ মে) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) তথ্য নিশ্চিত করেছে।

error: