করোনায় মৃতুবরণকারীদের জন্য দোয়ার আয়োজন

টেমসসুরমা: মঙ্গলবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতি এবং প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর যৌথ উদ্যোগে করোনাকালে মৃত্যুবরণকারী উভয় সংগঠনের ট্রাস্টি ও সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি সফিক উল্লাহ মিসলু’র সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু’র সঞ্চালনায় , এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আহবাব আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের পলিটিকেল কন্সুলার দেওয়ান মাহমুদুল হক।ক্বারী সানুর মিয়া’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারপার্সন শ্রী রবিন পাল এবং বালাগঞ্জ ওসমানী নগর আদশ উপজেলা সমিতির সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ্ব কবির উদ্দিন, হাজী আপ্তাব আলী, আনহার মিয়া, অধ্যাপক মাসুদ আহমদ, আব্দুল মুমিন, নূরুল হক নূর আলী, নেসার আলী সমসু, মোহাম্মদ সাদ মিয়া, তাজির উদ্দিন মান্নান, আনসার মিয়া, রফিক উল্লাহ, এডভোকেট এম এ করিম, আনসারুল হক, ওসমান গণি, আব্দুল কুদ্দুস শেখ, শহীদ আলী, ব্যারিস্টার লুৎফর রহমান, ইশতিয়াক হোসেন দুদু, সেলিম আহমদ, ময়জুল ইসলাম শাহজাহান প্রমুখ।

সভা শেষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে উভয় সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টি এবং সদস্যরা এতে যোগ দেন।

বালাগন্জ ওসমানী নগরের সংগঠনের যৌথ উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

error: