খালেদা জিয়ার সুস্থতা কামনায় লন্ডনে খতমে কোরআন ও দোয়া মহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ১৭ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ব্রিকলেন জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম মাওলানা নাজরুল ইসলাম। ছাড়াও যুক্তরাজ্য বিএনপির জোনাল এবং অঙ্গ ও সহযোগী সংগঠন পক্ষ থেকে সমগ্র যুক্তরাজ্য জুড়ে নেতাকর্মীদের নিজ নিজ এলাকার স্থানীয় মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুছ আলী, তাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি আক্তার হোসেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক পারভেজ মল্লিক, যুগ্মসম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, গুলজার আহমেদ, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম বাদল, সহসাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আব্দুল বাছিত বাদশা, অ্যাডভোকেট খলিলুর রহমান, সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ, যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সদস্য সচিব ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, জাসাসের ইউরোপের কো অর্ডিনেটর ইকবাল হোসেন , কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বাবর চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এম এ সহিদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ সাদিক, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক কদর উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহপ্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ স্বেচ্ছাসেবক সম্পাদক মো. তৌকির শাহ, সহপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল হোসেন চৌধুরী, সাবেক সদস্য আরিফ আল মাহফুজ, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসনাত, যুবদলের সহসভাপতি বাকি বিল্লাহ জালাল, আকতার আহমেদ শাহিন, সানুর মিয়া, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, আকমল হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

error: