চিকিৎসকের ভুলে শাবিপ্রবির কর্মকর্তার মূত্যু,শাস্তি দাবী

সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ আহমেদের মৃত্যুর অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। সাহেদের চিকিৎসায় সংশ্লিষ্ট চিকিৎসকদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মানববন্ধন করে অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

সোমবার(১৫ ফেব্রুয়ারি)সকাল ১১টায় প্রধান ফটক থেকে প্রতিবাদী মিছিল বের করেন কর্মকর্তা ও কর্মচারীরা। পরবর্তীতে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে গিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মিছিলে কর্মকর্তা ও কর্মচারীরা ‘জাগো রে জাগো, শাবিপ্রবি জাগো’, ‘বন্ধ করো, বন্ধ করো, কসাই খানা বন্ধ করো’, ‘মাউন্ট এডোরা কসাইখানা, বন্ধ হোক এই আজাব খানা’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল পরবর্তী মানববন্ধনে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অশোক বর্মণ অসীমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহমদ মাহবুব ফেরদৌসী, সদস্য তাজিম উদ্দিন ও হিসাব দপ্তরের উপ-পরিচালক ফখর উদ্দিন।

error: