ডা. মুহাম্মদ শিবলী খানকে ইস্ট লন্ডনে সংবর্ধনা

যুক্তরাজ্যে সফররত বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নাচুনী গ্রামের কৃতি সন্তান, খ্যাতিমান চিকিৎসক এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. মুহাম্মদ শিবলী খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত ২৯ এপ্রিল মঙ্গলবার, ইস্ট লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনায় যুক্তরাজ্য প্রবাসী দশঘর ইউনিয়নবাসীরা ডা. শিবলী খানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কমিউনিটি ব্যক্তিত্ব সাজিদ আলী মেননের সভাপতিত্বে এবং প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আখলাকুর রহমান ও দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের জেনারেল সেক্রেটারী প্রভাষক এম তানবীর আহমদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক ট্রেজারার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ হারুন। অনুষ্ঠানটি ছিল প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে আবেগ, কৃতজ্ঞতা ও পারস্পরিক শ্রদ্ধার চিত্র ফুটে ওঠে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রাউন কোর্টের ইমিগ্রেশন জাজ বেলায়েত হোসেন, টাওয়ার হ্যামলেটস বারার ডেপুটি লিডার মাহিন মিয়া, টাওয়ার হেমলেট বারার সাবেক স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলর জাহেদ বক্ত চৌধুরী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি একেএম সেলিম, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সভাপতি সোবহান আলী বারী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হামিদ চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক রহমত আলী, যুক্তরাজ্যে সিনিয়র সাংবাদিক সৈয়দ জহুরুল হক, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, ঢাকা দক্ষিণ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল লতিফ নিজাম, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সাবেক সভাপতি আলহাজ লাকি মিয়া, টাওয়ার হেমলেট বারার সাবেক কাউন্সিলর আজিজুর রহমান খান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক সভাপতি সাইদুল ইসলাম নানু, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার আজম খান, লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য সুনামধন্য সাংবাদিক কয়েছ আলী, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক এসিস্টেন্ট সেক্রেটারী মোহাম্মদ আলী মজনু, দশঘর ইউনিয়ন প্রবাসী সোসাইটির সাবেক সাধারন সম্পাদক শেখ মোদাব্বির হোসেন মধু, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারী কামাল আহমদ, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক জেনারেল সেক্রেটারী মনির আলী, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক তৈয়বুর রহমান হুমায়ুন, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মনির আহমদ, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের সাবেক ট্রেজারার সেলিম আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী তোফাজ্জাল আলম, মাইল এন্ড মসজিদের ইমাম মৌলানা নজির উদ্দিন, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের ট্রেজারার নুরুল ইসলাম তুরন, বিশিষ্ট মুরব্বি কমিউনিটি ব্যক্তিত্ব আঙ্গুর মিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ খান, নুরুল আমিন রুহুল, ফারুক মিয়া, সরফরাজ খান চপল, শাহীন চৌধুরী, ফারুক মিয়া, গিয়াস উদ্দিন বছর ।

এছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কয়েছ মিয়া, সুহেব আহমদ, ছানু মিয়া, তসরুক মিয়া, আব্দুল কাইয়ুম, এমদাদুল হক সিকদার, ফখর উদ্দিন, দিদারুল ইসলাম খান শাহী, মনির আলী, ইয়াওর আলী রুনু, হুমায়ুন কবির, মিজান খান, রূপা মিয়া, রুহুল ইসলাম, আব্দুল কাদির, নাজমুল ইসলাম খান চঞ্চল, দুদু মিয়া সিকদার, রুহুল খান, সাদ মিয়া, লায়েক মিয়া।

বক্তারা ডা. শিবলী খানের পেশাগত সাফল্য, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন বলেন, বিশ্বনাথ উপজেলায় অবস্থানকালে তিনি শত শত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন এবং বিভিন্ন চ্যারিটি ও জনহিতকর কর্মকান্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। বক্তারা তাঁর এ মানবিক ভূমিকা তাঁকে প্রবাসী সমাজে একজন শ্রদ্ধেয় ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. শিবলী খান, যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই সম্মান আমাকে ভবিষ্যতে আরো সমাজের প্রতি দায়িত্বশীল করবে। আমি অতীতের মত ভবিষ্যতেও সমাজের উন্নয়নে কাজ করব।

error: