ডিজএবিলিটির কারণে ইদানীং অনেক পরিবার ভেঙ্গে যাচ্ছে । সামাজিক অজ্ঞতা এবং দায়বদ্ধতার অভাবে এশিয়ান পরিবারগুলোতে এই প্রবনতা প্রতিনিয়ত বেড়েই চলছে। ডিজেএবিলিটি নিয়ে বাংলাদেশী পরিবারগুলোর মধ্যেও নানা পারিবারিক অশান্তির পাশাপাশি ডিভোর্সের হারও ক্রমেই বাড়ছে। ডিসেবিলিটি নিয়ে সমাজ এবং আমাদের করনীয় শীর্ষক এক সেমিনারে কথাগুলো বলা হয়েছে । ডিজএবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন নিউট্রেনিস্ট ও ডিজএবিলিটি বিশেষজ্ঞ শামিকা আগুন।
ডিজএবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের সিইও আহসান মাজহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসএবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের চেয়ারম্যান সলিসিটর গণি উল্লাহ । ডিজএবিলিটি বিষয়ে প্রেজেন্টেশন দেন হান্টন্স ইনডেমনিটির পরিচালক জেমস মেলভিল এমসলি, ইনডেমনিটি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার জেমি রাইট । অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটর্স এর প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল গাফফার, নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাইফুল ভূঁইয়া, সৈয়দ শাকিল ও শেখ নাছার। সংবাদ বিজ্ঞপ্তি
ডিজএবিলিটি কেয়ার ট্রাস্ট ইউকের সেমিনার সম্পন্ন
Facebook Comments