তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে উত্তেজনার জেরে বইমেলায় ‘সব্যসাচী’ নামের একটি স্টল বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকা ‘সব্যসাচী’ নামের স্টল ঘিরে একদল লোক জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। তারা স্টলটি বন্ধ করে দেয়ার দাবি তুলেন। তখন ওই প্রকাশনীর প্রকাশক শতাব্দি ভবের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। উত্তেজনার মধ্যে পুলিশ এসে প্রকাশককে নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায়। পরে উত্তেজিত লোকজন সেখানে গিয়েও বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে পুলিশ ‘সব্যসাচী’র স্টল ত্রিপল দিয়ে ঢেকে বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই প্রকাশনীর স্টলের সামনে কয়েকজন জড়ো হন। তারা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন।
স্টলে থাকা শতাব্দি ভব তাদের কথার প্রতিবাদ করেন। তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে স্লোগান দেন। একটি ভিডিওতে দেখা যায় উত্তেজিত লোকজন স্টলটি বন্ধ করে দেয়ার চেষ্টা চালায়। তখন পুলিশ উপস্থিত হয়ে শতাব্দি ভবকে উদ্ধার করে নিয়ে যায়।
এই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে রোববার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যক্তি পোস্ট দেন।
ওদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত একাডেমির কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
সূত্র: মানবজমিন