ধুপাগোল স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

টেমসসুরমাডেক্স: সিলেট সদর উপজেলার ধুপাগোল স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযানে সরকারি কাজে বাধা ও পরিকল্পিত হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও সচেতন ব্যবসায়ী মহল।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ধুপাগোল শহীদ মিনার পয়েন্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌথভাবে আয়োজন করে বৃহত্তর ধুপাগোল এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ধুপাগোল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি মো. সামছুল আলম। যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন ও মুজাম্মেল আলম সাদ্দাম।

মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. দিলোয়ার হোসেন। তিনি বলেন, “গত ১৩ এপ্রিল ধুপাগোল এলাকায় স্টোন ক্রাশার উচ্ছেদ অভিযানে সরকারি কাজে যারা বাধা দিয়েছে এবং হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে এখনও ফ্যাসিবাদ বিদ্যমান। যারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—দুষ্কৃতকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদিম নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ও জামায়াত ইসলামের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন ইমরান, সিলেট সদর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. মামুন আল রশিদ হেলাল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছালেহ আহমদ শাহনাজ, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মন্তাজ আলী, জামায়াত নেতা মুহিবুর রহমান সুলেমান, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জামায়াতের জয়নুল হক, সৈয়দ জয়নাল আবেদিন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মুমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশ্রব আলি, আব্দুল আহাদ, আব্দুল হক, যুবদলের রেহান আহমদ কামরান, ব্যবসায়ী নেতা আজাদ মিয়া, সেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হারিস উদ্দিন। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

error: