বিশ্বনাথ উপজেলার পশ্চিম এলাকার বিশেষ করে দৌলতপুর ও দশঘর ইউনিয়নের রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কাজের সহযোগিতার লক্ষ্যে গঠিত হয়েছে পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন পরিষদ ইউকে।
এ উপলক্ষে গত ২৬ নভেম্বর ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটের দর্পণ মিডিয়া সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কমিউনিটি নেতা মনির খানের সভাপতিত্বে ও কদর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং এর নামকরণ চূড়ান্ত করা হয়। সেই সাথে এ ব্যাপারে বিভিন্ন কর্মপন্থা নির্ধারণ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনাক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা হবে। তাই এ সমস্ত সভায় সংশ্লিষ্ট এলাকার প্রবাসীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, আজম আলী, আজিমুদ্দিন আজির, ছোরাব আলি, জিয়াউল হক জিয়া, আমির উদ্দিন, আফজল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ইতিপূর্বে দেশে পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তখন দৌলতপুর ও দশঘর ইউনিয়ন ব্যাপী বিস্তৃত বিশ্বনাথ ছালিয় রাস্তা সংস্কারে বিশেষ ভূমিকা পালন করা হয়। কিন্তু এরপর থেকে এ সংগঠনের কার্যক্রম অব্যাহত না থাকায় এ রাস্তাটি আবার সংকুচিত হয়ে পড়ছে বিধায় এ সংগঠনের প্রয়োজনীয়তা অনেকেই উপলব্দি করছেন। সংবাদ বিজ্ঞপ্তি