টেমসসুরমাডেক্স: লড়াইটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর, একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বাদের লক্ষ্য ছিল বাংলাদেশ। দুটি লক্ষ্যেই সফল টাইগাররা, সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টানা ১৮ হারের পর কিউইদের মাটিতে ওয়ানডেতে এবারই প্রথম জয় পেলো বাংলাদেশ। ৯৯ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৫.১ ওভারেই জয় পায় টাইগাররা। অধিনায়ক শান্ত অপরাজিত থাকেন ৪২ বলে ৫১ রানে।নিউজিল্যান্ডের দেওয়া ৯৯ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে চোখের সমস্যায় মাঠ ছাড়েন সৌম্য সরকার। এরপর এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্ত মিলে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন।জয় থেকে ১৫ রান দূরত্বে ফিরে গেলেন এনামুল হক বিজয়।ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৭ রান।।
৯৮ রানেই শেষ নিউজিল্যান্ড
সাকিব, শরিফুল, সৌম্যের ৩টি ৯ আর মোস্তাফিজের ১, ৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড। শুরুতেই ৬ উইকেট ভাগাভাগি করে নিলেন সাকিব ও শরিফুল। এরপর টানা ৩ উইকেট নিলেন সৌম্য আর শেষে ১ উইকেট নিয়ে কাজ সমাপ্তি ঘটালেন মোস্তাফিজুর। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর। কিউইদের মাটিতে প্রথম জয় পেতে ৯৯ দরকার ছিল বাংলাদেশের।