গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন জরুরি।
শুক্রবার (২৩ মে) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোলচত্বরে গণঅধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিপতিত। একদলীয় শাসনের কারণে জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন ধারার রাজনীতি, বন্দোবস্ত, প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এই সমাবেশে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সাবেক ভিপি নুর বলেন, আমরা যে রাজনীতির কথা বলছি, সেটি ক্ষমতা কেন্দ্রিক নয় বরং জনগণ কেন্দ্রিক। গণঅধিকার পরিষদ বিশ্বাস করে—মানুষের মৌলিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। এজন্য রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন অপরিহার্য।
তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আজ তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে নামতে হবে, কারণ এই রাষ্ট্রের মালিক তারাও। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে—তারা শোষণের ধারায় চলবে, নাকি পরিবর্তনের জন্য লড়বে।বর্তমান নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে হবে, যেন তা কিছু গোষ্ঠীর হাতে লুটপাট না হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. ওয়াসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ খান। এছাড়াও বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন, আবু হানিফ, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কাউছার হোসেন প্রমুখ।