বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ঐকমত্য থাকলে, পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না।’ এ সময় সংস্কারের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ আমলে একটা প্রবণতা চালু হয়ে গিয়েছিল, সেটা হলো দোষী সাব্যস্ত ও অপরাধীর বিচার হওয়ার আগে দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ার।’

সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, ‘দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিচার বিভাগ কখনো এতো নির্মম ও নিপীড়কে পরিণত হতে পারে না।’

error: