বজ্রপাত ও ঝড়ে সারা দেশে ১২ জনের মৃত্যু

বজ্রপাত ও ঝড়ে সারা দেশে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ জনের মৃত্যু হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া  জেলার নাসিরনগর ও আখাউড়ায় শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে মাঠে কৃষিকাজ করার সময় ৩ জন, শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে ১ কৃষক, চাঁপাইনবাবগঞ্জে ধান কাটার সময় ১ শ্রমিক, ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে ২ জন নিহত হয়েছেন। রোববার বিকেলে এসব ঘটনা ঘটে।   
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শ্রমিক আব্দুর রাজ্জাক (৩৫)। একই উপজেলার গোকর্ণ গ্রামে কৃষক মোহাম্মদ শামসুল হুদাও বজ্রপাতে মারা যান। তাছাড়া, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় ৮ বছর বয়সী শিশু জাকিয়া বজ্রপাতে মারা গেছে। একই জেলার আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ধরখার ইউনিয়নের রুটি গ্রামে খড় গুছানোর সময় বজ্রপাতে কৃষক শেখ সেলিম মিয়া (৬০) মারা যান। ইউনিয়নের বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে মারা যান জামির খান। 

error: