বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ছাড়িয়ে গেছে ১০০ কোটি ডলার। দ্য নিউজকে এ কথা বলেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান। তিনি বলেছেন, বাংলাদেশে পাকিস্তানি বহু পণ্যের ব্যাপক চাহিদা আছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের বিরাট বাজার আছে পাকিস্তানে। তা থেকে পাকিস্তান সুবিধা পেতে পারে। ভ্রাতৃত্বপূর্ণ দুই দেশের মধ্যে বাণিজ্য পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনার ইকবাল রোববার সন্ধ্যায় কাসুর এবং ফয়সালাবাদ সফর করেন। সেখানে ব্যবসায়িক সম্প্রদায়ের সাথে সাক্ষাত করেন তিনি। দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্যের গতি বৃদ্ধি করা নিয়ে তাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেন। ওই সফরকে তিনি ফলপ্রসূ ও সুবিধাজনক বলে মন্তব্য করেন। উল্লেখ্য, গত মাসে হাইকমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন ইকবাল হোসেন খান।
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য ১০০ কোটি ডলার ছাড়িয়েছে
Facebook Comments