বুথ ফেরত জরিপ:যুক্তরাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে লেবার পার্টি

প্রতিবেদনে বলা হয়, দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন দলের নেতা কেইর স্টারমার। 

নির্বাচনে লেবার পার্টি ৪১০টি আসনে জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পাবে ১৩১টি আসন।  

সোশ্যাল মিডিয়াতে, স্টারমার জানান, ‘প্রত্যেককে যারা আমাদের জন্য ভোট দিয়েছেন এবং আমাদের পরিবর্তিত লেবার পার্টিতে আস্থা রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।’ 

 ২০০১ সালের পর যে এটি সবচেয়ে ভালো ফলাফল যুক্তরাজ্যে।  

২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার ( ৪ জুলাই)  যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন শুরু হয়। স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশি সময় বেলা ১২টা) শুরু হয় ভোটগ্রহণ। চলে রাত ১০টা (বাংলাদেশি সময় রাত ৩টা) পর্যন্ত। 

এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন বিরোধী নেতা কেইর স্টার্মারের দল লেবার পার্টি।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের একটি জরিপের ওপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়, হাউজ অব কমন্সে বর্তমানে যাদের ৩৬৫ আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র ৫৩ আসন পাবে। পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি পাবে ৫১৬ আসন। এমনকি নিজের আসনেও হেরে যেতে পারেন ঋষি সুনাক।

error: