আজ (২৭ জানুয়ারী) বুধবার আরো ১,৭২৫ জনের মৃত্যু হয়েছে ব্রিটেনে কভিড–১৯ এ। মহামারী শুরুর পর থেকে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হল এটি।এ নিয়ে ব্রিটেনে সর্বমোট করোনায় মারা গেলেন ১,০১,৮৮৭ জন।নতুন আরো ২৫,৩০৮ জন আক্রান্ত হয়েছেন করোনায় গত ২৪ ঘন্টায়। গতকাল যা ছিল ২০,০৮৯ জন।
আজ ব্রিটেনে করোনা ভ্যাকসিন এর প্রথম ডোজ গ্রহন করেছেন প্রায় ৩,১১০৬০ জন। এছাড়া,১.৭১০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন আজ।এনিয়ে প্রায় ৭মিলিয়ন মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করেছেন ব্রিটেনে এখন পর্যন্ত।
অপরদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, মার্চের আগে স্কুল খোলে দেয়ার কোন পরিকল্পনা নেই তাদের। ৮ই মার্চ স্কুল খোলার একটি সম্ভাব্য তারিখ বলেছেন তিনি। লকডাউন তোলে নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন,২২ ফেব্রুয়ারি লকডাউন কিভাবে তোলে নেয়া হবে সে ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবে তার সরকার।
এছাড়া বরিস জনসন বলেছেন,যারা ঝুকিপূর্ণ দেশ থেকে ব্রিটেন আসবেন তাদের ১০ দিন বাধ্যতামূলেক হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ইত্যিমধ্যে ব্রিটিশ সরকার ৩০ টি দেশকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।