ভারতীয় বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ভারতের এই হামলাকে যুদ্ধের শামিল হিসেবে উল্লেখ করেছেন।
পাক প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের চাপানো এই ‘যুদ্ধের’ উপযুক্ত জবাব দেওয়ার অধিকা রয়েছে পাকিস্তানের।
শত্রুদের ঘৃণ্য উদ্দেশ্যকে কখনোই সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
এর আগে ভারত জানিয়েছে, তারা পাকিস্তান এবং পাকিস্তানি কাশ্মীরের নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় নয় সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি ভারতের।
তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
সেইসাথে ভারতীয় বাহিনীর দুইটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান।