ভারতে বাংলাভাষী মুসলমানদের আটক করে নির্যাতন চালানো হচ্ছে!

ভারতের হরিয়ানা রাজ্যে বাংলাভাষী মুসলমানদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করে শারীরিক নির্যাতন চালাচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গের এমন অন্তত ছয়জন ভুক্তভোগীর পরিবার থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ওই ছয়জনই পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা এবং তারা মুসলমান। 

সোমবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। 

ভোক্তভোগীরা ভাসমান শ্রমিক এবং সাত-আট বছর ধরে হরিয়ানার গুরুগ্রামে আছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের ওই শ্রমিকদের একটি সংগঠন। গুরুগ্রাম পুলিশও ওই ছয়জন তাদের কাছে আটক হওয়ার কথা স্বীকার করেছে।

‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ নামে ওই সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফ ফারুক বলেন, পুলিশ আমার কাছে মেনে নিয়েছে যে ওই ছয়জনকে তারা আটক করেছে। আমি রোববার বাদশাহপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। তিনি অবশ্য এটাও বলেছেন যে ওদের গ্রেপ্তার করা হয়নি।

তাছাড়া ছয়জন আটক হওয়ার ব্যাপারে মালদা জেলার যুগ্ম শ্রম কমিশনারের কাছে লিখিত অভিযোগও জমা হয়েছে।

হরিয়ানার এ ঘটনা এমন দিনে সামনে এসেছে, যেদিন কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর নির্যাতন করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।

error: