জার্মানির মিউনিখ শহরে গাড়িচালকের দাপাদাপি। পুলিশ জানিয়েছে, দিনের ব্যস্ত সময়ে ভিড় রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। এলোপাথাড়ি চাপা দিতে থাকে সেখানে উপস্থিত থাকা মানুষদের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়িটির চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। চালক একজন আফগান তরুণ। বয়স ২৪ বছর। জার্মানিতে আশ্রয়প্রার্থী ছিলেন। শুক্রবার থেকে মিউনিখে শুরু হচ্ছে তিন দিনের ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’। সেখানে যোগ দেয়ার কথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ রাষ্ট্রপ্রধানদের। সেই জন্য কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছিল গোটা শহর। সম্মেলনস্থলের কাছেই এই হামলার ঘটনা ঘটে।
Facebook Comments