যুক্তরাজ্য হেফাজতে ইসলামের ১০১ সদস্যের নতুন কমিটি গঠিত

যুক্তরাজ্য হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৬ অক্টোবর রবিবার এই কমিটি গঠন করা হয়।

এতে মাওলানা আব্দুর রহমান মনোহরপূরী সভাপতি ও মাওলানা গোলাম কিবরিয়া জেনারেল সেক্রেটারি করে সারা দেশের বিভিন্ন শহর থেকে নির্বাচিত প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত মজলিসে শুরার সভায় সর্বদলীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিভাগের সহ আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবদুল কাদির সালেহ, ড. মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া ও মাওলানা ফয়েজ আহমদের আহবানে বৃটেনের উলামায়ে কেরাম মজলিসে শুরার এ সভায় যোগদান করেন।

এর পূর্বে আন্তর্জাতিক বিভাগের সম্পাদকগণ বিভিন্ন শহর সফর করে উলামায়ে কেরামের সাথে মতবিনিময় করে স্থানীয় শুরা প্রতিনিধি ও সমন্বয়ক মনোনীত করেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে এবং হেফাজতে ইসলামের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত শুরা সদস্যগন বিস্তারিত আলোচনার মাধ্যমে গোপন ব্যালটে তাঁদের রায় ব্যক্ত করেন এবং গুরুত্বপুর্ণ সব পদ উক্ত বৈঠকেই নির্ধারিত হয়।

শুরুতেই স্বাগত বক্তব্যে অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ উপস্থিত সকল শুরা সদস্যগনকে ইলামী গণজাগরনকে তরান্বিত করার লক্ষ্যে দূরদূরান্তের বিভিন্ন শহর থেকে আগমন করায় ধন্যবাদ জানান। তিনি শাপলা চত্বরে শহীদান, মোদিও মূর্তি বিরোধী আন্দোলন সহ জুলাই গণ অভূত্থানে শহীদ সকল শহীদানের সর্বোচ্চ মাকাম কামনা করে আওয়ামী সরকারের শাসনামলে সকল গণ হত্যার তদন্ত ও বিচারের জন্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দায়িত্ব গ্রহনকালে হেফাজতের যুক্তরাজ্য শাখার নব নির্বাচিত সভাপতি মুফতি আব্দুর রহমান মনোহরপূরী বলেন, মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষন ও দ্বীন ইসলামের মর্যাদা ও স্বার্থবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকল উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় জনগনের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরবর্তীতে গত ৯ অক্টোবর খুসুসী সভায় কমিটির অন্যান্য পদ সহ সর্বসম্মতিক্রমে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

error: