যুক্তরাজ্য ৩১ কোটি ডলার সহায়তা দিবে ইউক্রেনে

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনের জন্যে ৩১ কোটি ডলার সহায়তা ঘোষণা করতে যাচ্ছেন। ইতালির জি-৭ শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিচ্ছেন। তার কার্যালয় থেকে এ কথা জানা গেছে। বিশ্বের শক্তিধর জি-৭ নেতৃবৃন্দ ইতালির পুগলিয়াতে যে শীর্ষ সম্মেলনে জড়ো হচ্ছেন ধারণা করা হচ্ছে এতে ইউক্রেন মূল এজেন্ডা হিসেবে থাকছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও এতে যোগ দিচ্ছেন। বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্মেলনে সুনাক ইউক্রেনের মানবিক সহায়তা, জ্বালানি ও স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদে পুনরুদ্ধারের ভিত্তির সমর্থনে ৩১ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেবেন। এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, সুনাক রাশিয়ার জব্দকৃত সম্পদ ইউক্রেনকে সহায়তার কাজে লাগানোর জন্যে জি-৭ সম্মেলনে অন্য নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করবেন। সুনাকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই সংকটময় মুহুর্তে ইউক্রেনকে সমর্থন এবং পুতিনের অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে আমাদের প্রচেষ্টায় আমাদেরকে অবশ্যই সিদ্ধান্তমূলক ও সৃজনশীল হতে হবে।’

error: