রমজানে ইস্ট লন্ডন মসজিদে দান ও ক্বরজে হাসানা এসেছে ৯৮৪ হাজার পাউণ্ড : মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

রমজানে ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার পার করছে অত্যন্ত ব্যস্ত সময়। বিশেষ করে মসজিদের ফেইজ থ্রি সম্প্রসারিত অংশ স্থায়ীভাবে খুলে দেওয়ার ফলে মুসল্লির সংখ্যা অনেকগুণ বৃদ্ধি হয়। সম্প্রসারিত অংশে অতিরিক্ত ১ হাজার মুসল্লিসহ সারা মসজিদে প্রায় ১০ হাজার মানুষ তারাবিহের নামাজ পড়েছেন । পোরু মাস তারাবিহ, চারটি জুমা, রমজানের শেষ দশদিন তাহাজ্জুদ এবং ঈদের চারটি জামাত মিলিয়ে ৩ লাখের বেশি মানুষ নামাজ পড়েছেন । আর এই সময়ে মানুষ মসজিদে ডোনেশন, ক্বরজে হাসানা ও প্রতিশ্রুতি দিয়েছেন ৯শ ৮৪ হাজার ২৩৬ পাউণ্ড।

ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমদ এক বিবৃতিতে মসজিদের সকল মুসল্লি ও শুভাঙ্খীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সর্বোত্তম সেবা নিশ্চিত করার চেষ্টা করেছি । তবে মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির অমিল থাকতে পারে। আমাদের কাজে অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে আমরা ক্ষমাপ্রার্থী । মুসল্লিরা হচ্ছেন মসজিদের প্রাণ। আমাদের মুল লক্ষ্য হচ্ছে এখানে মানুষ যেন প্রশান্তি মনে ইবাদত করতে পারে এবং অন্যান্য সার্ভিসগুলো সহজে পায় । তিনি রমজান মাসজুড়ে যারা দান করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের দানের কারণেই ইস্ট লন্ডন মসজিদ এই পর্যায়ে এসেছে । আমরা আশা করছি, আল্লাহর ঘরকে স্বয়ংসম্পুর্ণ করতে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে । তিনি মসজিদের নিয়মিত ইমাম, তারাবিহের ইমাম, স্টাফ ও ভলান্টিয়ারের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া রমজানে এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা সম্ভব হতোনা। তিনি সহযোগী বিভিন্ন সংস্থা ও চ্যারিটিগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক নজরে রামাদ্বান ২০২৫ :
পুরো রমজান মাসে ৩০ হাজারের বেশি নারী পুরুষের জন্য ইফতার পরিবেশন করা হয় । সোমালিয়া, বাংলাদেশ, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন ও গাজায় ১০ হাজারের বেশি মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে । জোহর ও তারাবিহের সময় ৪০টি চ্যারিটি কালেকশন থেকে প্রায় ৪০০ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে । ২৫০ এর বেশি স্থানীয় অসহায় পরিবার ও শরণার্থীকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। ১শ ৩২ হাজার ৬৭৭ পাউন্ড ফিতরা সংগ্রহ করা হয়। এই অর্থ বিভিন্ন চ্যারিটি সংস্থার মাধ্যমে গাজা, ফিলিস্তিন, পাকিস্তান, মিয়ানমার, রোহিঙ্গা, বাংলাদেশ, সুদান, ইয়েমেন, কেনিয়া, সিরিয়া প্রভৃতি দেশে বিতরণ করা হয়েছে । ৩৩ জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন।

পুরো রমজানে নিয়মিত অ্যাপিল, লাইলাতুল কদরের বিশেষ অ্যাপিল ও চ্যানেল এস লাইভ অ্যাপিলে মোট ৯শ ৮৪ হাজার ২৩৬ পাউণ্ড সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে ৬শ ৩২ হাজার ৮৭২ পাউন্ড ডোনেশন এবং ৩শ ৫১ হাজার ৩৬৪ পাউন্ড প্রতিশ্রুতি ও কারজে হাসানা। এছাড়াও এবার ‘বিকাম অ্যা খাদিম’ ফান্ডরেইজিং ক্যাম্পেইন কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে মসজিদের মুসল্লি ও শুভাকাঙ্খীদেরকে মসজিদের রক্ষণাবেক্ষণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নতুন সুযোগ করে দেওয়া হয়েছে। ১ হাজার মানুষ এই ক্যাম্পেইনে অংশগ্রহণের সুযোগ পাবেন। অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা চলতি এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত সময়ের মধ্যে ৫০০ পাউন্ড দান করবেন। ইতিমধ্যে ২৭৫জন নারী পুরুষ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। এটি ইস্ট লন্ডন মসজিদের কার্যক্রমকে স্থিতিশীল রাখার একটি শক্তিশালী উপায়। একজন খাদেম হওয়ার অর্থ হলো মসজিদের ভবিষ্যতের অভিভাবক হওয়া । মসজিদের সেবাগুলো চালিয়ে নিতে সহযোগিতা করা। এটি হবে একটি সর্বোত্তম সদকায়ে জারিয়াহ । প্রত্যেক খাদেমকে কৃতজ্ঞতা স্বরূপ একটি বিশেষ স্মারক মুদ্রা উপহার দেওয়া হবে- যা এই মহৎ কাজের একটি স্বীকৃতি।

error: