গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ) মেগা নিলামে মোস্তাফিজকে নিতে আগ্রহ দেখায়নি কোন দল। অবশেষে আইপিএলের মাঝপথে দল পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ। ৬ কোটি ভারতীয় রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৫০ লাখ টাকা। মোস্তাফিজই এখন আইপিএলে সবচেয়ে বেশি টাকায় দল পাওয়া ক্রিকেটার।
মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে প্রথমবারের মতো ২০১৬ সালে আইপিএল খেলার সুযোগ পান মোস্তাফিজ। সর্বশেষ খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
Facebook Comments